সামপ্রদায়িক সমপ্রীতির এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না

পতেঙ্গায় জামায়াতের এমপি প্রার্থী শফিউল আলম

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম১১ আসনে সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম বলেছেন, বাংলাদেশ একটি সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের বসবাস। সমপ্রীতির বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সমপ্রীতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে উন্নয়নে এগিয়ে যাবে দেশ। তিনি গত ২৬ সেপ্টেম্বর পতেঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর পতেঙ্গা ৪০ নম্বর প্রসাশনিক ওয়ার্ড জামাত আমির মো. ইউসুফ, ওয়ার্ড সভাপতি মো. নুরুল আলম, সেক্রেটারি জয়নাল আবেদিন,সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, সৈয়দ হামিদুল ইসলাম, মহানগর পূজা পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,পতেঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীলসহ কাটগড় কালী মন্দির পূজা কমিটি ও ছড়িহালদা পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। পতেঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বস্ত্র বিতরণকালে শফিউল আলম সনাতন ধর্মাবলম্বী কাছে আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন,সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস নির্মূলসহ বৈষম্যহীন একটি সুন্দর দেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধজলদী অভয়ারণ্যে আকাশমণি অপসারণ করে দেশীয় প্রজাতির চারা রোপণের কার্যক্রম উদ্বোধন