সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাসী বিএনপি

বোয়ালখালীতে এরশাদ উল্লাহ

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের হরি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, বিএনপি সবসময় সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাসী। এদেশের মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে পরস্পরের সুখদুঃখ ভাগাভাগি করে এসেছে এবং বিএনপি এই ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যেতে চায়। তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবারএই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চাই। দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ। তিনি বোয়ালখালীর ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি পূজামণ্ডপ কধুরখীলের খোকাবাড়ী, পোপাদিয়ার জোটপুকুর পাড়স্থ তরুণ উদয় সংঘ পূজা মণ্ডপ, শ্রীপুর খরণদ্বীপ হরি মন্দির, আমুছিয়ার হরি মন্দির, দক্ষিণ সরোয়াতলী ভবানী মণ্ডপ, শাকপুরার দশভূজা, কধুরখীলের কৈর্বত্তপাড়া ও উত্তর কৈর্বত্তপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং উপহারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলার বিএনপি সদস্য শওকত আলম শওকত, সদস্য এস এম জাবেদ মেহেদী হাসান সুজন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ছিনতাইয়ের শিকার মহেশখালীর যুবক, ছুরিকাহত
পরবর্তী নিবন্ধবন্দর থানা জামায়াতের ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীল সমাবেশ