শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের নিয়ে মন্ডপে মন্ডপে ঘুরছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। পূজার ষষ্ঠী ও সপ্তমীর দিনে নিজ সংসদীয় এলাকা আনোয়ারা উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়ন উত্তর বন্দর ২নং ওয়ার্ড, ৮নং চাতুরী ইউনিয়ন কৈনপুরা পূজা মন্ডপ, ১নং বৈরাগ ইউনিয়ন উত্তর গুয়াপঞ্চক পূজা মন্ডপসহ বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় লায়ন হেলাল উদ্দিন বলেন, বিএনপি সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাসী একটি দল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সমপ্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় কাজ করে আসছে। অতীতেও বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনীদের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে। আনোয়ারা পুজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্রের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রদীপ ধর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার রফিক, দিল মোহাম্মাদ মনজু, আব্দুল মইয়ুম ছোটন, গাজী ফোরকান, বাবলু হোসেন, ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক কাজল বোস,সাবলু মিত্র অজয় চৌধুরী, রনি বল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












