দেশের বিভিন্নস্থানে সামপ্রদায়িক হামলার প্রতিবাদে শান্তি, সম্প্রীতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটনের অঙ্গীকার করেন।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, গতকাল শনিবার রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে সমপ্রীতি সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সমপ্রীতি সমাবেশের পূর্বে বিশাল এক শোভাযাত্রা রাউজান উপজেলা সদর ও জলিল নগর বাস স্টেশন প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, হাজার হাজার মানুষের উপস্থিতিতে পটিয়া উপজেলায় সম্প্রীতি র্যালি গতকাল অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্বে দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের বাসস্টেশন এলাকা থেকে র্যালিটি পোস্ট অফিস মোড় এলাকায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, রাশেদ মনোয়ার, আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ চৌধুরী, আলমগীর আলম, এমএনএ নাছির, মাজেদা বেগম শিরু, আবুল কাসেম, এহছানুল হক, ইনজামুল হক জসিম, মাহবুবুর রহমান, এমএ হাশেম, রনবীর ঘোষ টুটুন, ইব্রাহিম বাচ্চু, আবুল কালাম ভোলা।
মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, উপজেলার বিভিন্ন ধর্ম, পেশা, শ্রেণী ও গোত্রের সাধারণ মানুষ ও বিশিষ্টজনদের সমন্বয়ে অসাম্প্রদায়িক চেতনা সৃজন ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষে এক সস্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সাম্যবাদী নানা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে মীরসরাই স্টেডিয়ামে এসে সম্প্রীতি সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ‘সংঘাত, অসহিষ্ণুতা, সামপ্রদায়িকতা নয়, ঐক্যের বাংলাদেশের চাই’- স্লোগানে রাঙ্গুনিয়ায় সমপ্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়ার অসামপ্রদায়িক জনতার ব্যানারে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সকল ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে একটি কমিউনিটি সেন্টার মাঠে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, আকতার হোসেন খান, মাওলানা আ.ন.ম নাজমুল হোসাইন নঈমী, সুজন চক্রবর্তী, পাস্টার স্টিফেন জে, মিত্র, ধর্মানেন্দ মহাথের, খাইরুল বশর মুন্সি, আরিফুল ইসলাম চৌধুরী, শিমুল গুপ্ত প্রমুখ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে সমপ্রীতি র্যালি গতকাল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ করে সীতাকুণ্ড মডেল থানার সম্মুখে গিয়ে র্যালি শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, আ ম ম দিলশাদ প্রমুখ।
৪০নং ওয়ার্ড আ.লীগ : উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ জুমা কাটগড় এম আজিজ উদ্যানে শান্তি ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুর আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। আলোচক ছিলেন সহ সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, পতেঙ্গা থানার ওসি কবির হোসেন, ওমর ফারুক, সামসুদ্দিন, আবদুর রহিম, আলী আকবর চৌধুরী, সেকান্দর আজম, ফরিদুল আলম, জাফর আহমদ, সুকুমার শীল, বাবুল হক, আবদুল হক, অসীম নন্দী, নুরুল আবসার খোকন, এড. সুজীত মহাজন, কৃষ্ণ জলদাস, অসীত চৌধুরী, আফরোজা খানম, নাছিমা আকতার, ছাবের আহমদ, মো. ইউছুফ, নাছির আহমদ, হোসেন সুমন, আজগর অনিক, দিদারুল আলম, কামাল উদ্দিন, তৈয়ব আলী, দেলোয়ার হোসেন, মাসুম পারভেজ, রাজু চৌধুরী, মাহিন নেওয়াজ, আজাদ, মিটু, জোবায়ের বাসার।
ইউএসটিসি : চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি অনুষদের উদ্যোগে শান্তি এবং সমপ্রীতি সমাবেশ সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউএসটিসির প্রো-ভিসি ও উক্ত অনুষদের বিভাগীয় প্রধান ডক্টর নুরুল আবসার, প্রভাষক কামিরুল হাসানসহ উক্ত অনুষদের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে সামপ্রদায়িকতার কোন স্থান নেই। সমপ্রীতির সাথে বসবাস করায় হবে সামপ্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় জয়।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা ও সমপ্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ। বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার প্রমুখ।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, ‘উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ চন্দনাইশ’ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী চন্দনাইশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সম্প্রীতি সমাবেশ। গতকাল চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছবাড়িয়াস্থ ওয়ান আজিজ সেন্টারের সামনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আবু আহমদ জুনু, মাহফুজা জেরিন, হাবিবুর রহমান, সোলাইমান ফারুকী, এড. কামেলা খানম রূপা প্রমুখ।
পশ্চিম বাকলিয়া ওয়ার্ড: ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে সমপ্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ৩নং ইউনিট আওয়ামী লীগ।এতে প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মো. ইউনুস কোম্পানি, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলী নেওয়াজ, সজল চৌধুরী, মো. ইকবাল হোসেন, সাগর আলী, শামসেদ নেওয়াজ (রনি), সারোয়ার আলম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম রানা, এহেসানুল হক টিটু, টুটুল ভট্টাচার্য, অভিজিৎ চক্রবর্তী, জসিম উদ্দিন তানভীর প্রমুখ।
মহানগর জাতীয় শ্রমিকলীগ : গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা উপলক্ষে শ্রমিক সমাবেশ চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জাতীয় রিঙা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস ও কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষ্কর ডি.কে. মামুন, অধ্যাপক পার্থ সারথী, ইসমাইল মঞ্জুর আশরাফী, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সজল দত্ত, প্রিন্সিপ্যাল ড. শেখ এ রাজ্জাক রাজু, এড. মীর শফিকুল কবির বিজন প্রমুখ।












