হাটহাজারীর মির্জাপুর গ্রাম নিবাসী ও কক্সবাজার জেলার সাবেক সিভিল সার্জন, মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা আমেরিকা প্রবাসী ডা. অনিল কান্তি বড়ুয়া (৮৬) গত শনিবার দিবাগত রাতে নিউইয়র্কের একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।
ডা. অনিল কান্তি বড়ুয়ার মৃত্যুতে মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটি, হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদ, মির্জাপুর পালি ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ, ধর্মানন্দ ধর্মপ্রিয় স্মৃতি ট্রাস্ট, মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘ, মির্জাপুর বড়ুয়া পাড়া আদর্শ কৃষক সমবায় সমিতি শোক প্রকাশ করেছে।