সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে চান্দগাঁওয়ে হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলা । কারাগারে প্রেরণ, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীর চান্দগাঁও এলাকায় গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলার ৪২ নম্বর এজাহারনামীয় আসামি তিনি। গত মঙ্গলবার রাতে ঢাকার পান্থপথ এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল দুপুরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয় এবং চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়। সেখানে পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন তার রিমান্ড চেয়ে করা আবেদনটি নাকচ করে দেন। তবে তাকে তিনদিনের জেলগেটে জ্ঞিাসাবাদের আদেশ দেওয়া হয়। এছাড়া ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেন বিচারক। পরে সাইফুল ইসলামকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হুমায়ুন কবির দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সিএমপির সাবেক পুলিশ কমিশনারের সাতদিনের রিমান্ড চেয়ে করা আবেদনের উপর শুনানি শেষে বিচারক তাকে তিনদিনের জেলগেটে জিজ্ঞাসবাদের আদেশ দেন।

আদালতসূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৮ জুলাই নগরীর চান্দাগাঁও থানা এলাকায় গুলিতে গুরুতর আহত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া। এ ঘটনায় গত বছরের ২০ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও থানায় তার এক বন্ধু বাদী হয়ে ২০৬ জনের নাম উল্লেখ ও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছিল। আওয়ামী লীগের সেক্রেটারী ওবায়দুল কাদেরকে মামলার দুই নম্বর আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএস আলম পরিবারের ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধঅনিয়মের তথ্য জানতে সিডিএতে দুদক টিম