আনোয়ারা-পশ্চিম পটিয়া আসনের সাবেক সাংসদ, আনোয়ারা উপজেলার সাবেক চেয়ারম্যান, বৈরাগ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী (৭৭) গতকাল সোমবার রাত আটটায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১ টায় আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ও দুপুর ২টায় নিজ বাড়ি বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, শাহাদাত হোসেন চৌধুরী ১৯৭৯ সালে আনোয়ারা -পশ্চিম পটিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৫ সালে আনোয়ারার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৭৭ সন থেকে আনোয়ারার ১ নং বৈরাগ ইউনিয়নের ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।অ্যাডভোকেট শাহাদাত হোসন চৌধুরীর ইন্তেকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক , দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুর রব চৌধুরী টিপু, আনোয়ারা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।