সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এদিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তাঁকে নির্মমভাবে হত্যা করে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
মহানগর বিএনপি : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে গতকাল বুধবার নগরীর কাজীর দেউড়িস্থ ভিআইপি ব্যাঙ্কুয়েট হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাছাড়া দুপুর ১২ টায় একই স্থানে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলার উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার কর্মসূচির মধ্যে রয়েছে– ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, সকাল ১১ টায় ষোলশহর ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ। কর্মসূচি সফল করতে অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
উত্তর জেলা বিএনপি :
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে–সকাল সাড়ে ১০ টায় নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৩ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করার লক্ষ্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।