সাবেক মেয়র মনজুর আলমের পক্ষে বনানী কবরস্থানে দোয়া মাহফিল

| মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সাবেক মেয়র এম. মনজুর আলমের একটি প্রতিনিধি দল গতকাল সোমবার বনানী কবরস্থানে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল, কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করেন। এসব কর্মসূচিতে বনানী কবরস্থান মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা সৈয়্যদ সাহাবুদ্দিন, মাওলানা আবুল হাশেম, মাওলানা রাশেদুল হক, হাফেজ মোহাম্মদ আলী, মোহাম্মদ আমজাদ হোসেন, আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, আবুল কালাম আবু, ফরিদ আহমদ মুরাদ, মোহাম্মদ জোনাইদ হোসেন, মোহাম্মদ আয়াজ, মোহাম্মদ জিলানী, শাহাদাত, দাউদ, আইমন, রিফাত, তাহসিন, ইমরান, আলআমিন, মোহাম্মদ জিসান, মোহাম্মদ ইসফাত, মোহাম্মদ হাবিল, মোহাম্মদ নিরব, মোহাম্মদ রায়হানসহ আলেম, হাফেজবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধজাতীয় শোক দিবস পালনে নানা কর্মসূচি