সাবেক মেয়র মনজুর আলমের বস্ত্রদান কর্মসূচি

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১১:১০ পূর্বাহ্ণ

সাবেক মেয়র আলহাজ এম মনজুর আলম সনাতন হিন্দু ধর্মীয়দের দুর্গোৎসব উপলক্ষে অস্বচ্ছল ও নিম্ন আয়ের হিন্দু পুরুষ ও নারীদের বস্ত্রদান করেন। গতকাল সোমবার উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ডের ১০০০ নারীপুরুষ এবং খাগড়াছড়ি দীঘিনালার ৫ শত নারী পুরুষের মাঝে নতুন বস্ত্রদানের মধ্য দিয়ে সনাতন হিন্দুদের দুর্গোৎসবের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এ কর্মসূচি পালন করছে। বস্ত্রদান উপলক্ষে ১০নং উত্তর কাট্টলী সনাতন হিন্দুদের সমাবেশে সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ দিদারুল আলম। উপস্থিত ছিলেন লোকমান আলী, অধ্যক্ষ বাদশা আলমসবুজ কুমার দত্ত, রবি শংকর দে, বীরেন্দ্র লাল দে, চামেলী কুমার দে, জগদীশ দাশ, সুভাষ চন্দ্র দে, দিলীপ দত্ত, দৌলত কুমার নাথ, রূপম তালুকদার, চিন্ময় দত্ত প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশের সকল ধর্মের মানুষ ধর্মকর্ম পরিচালনায় স্বাধীন। সনাতন হিন্দু ধর্মের সকল আচার অনুষ্ঠানও স্বাধীনভাবে পরিচালনা করে যাচ্ছে। বাংলাদেশ একটি শান্তি ও স্থিতিশীল দেশ। এখানে সব ধর্মের মানুষ অসাম্প্রদায়িক। তিনি দুর্গোৎসবকে আনন্দ উৎসবের একটি মাধ্যম হিসেবে স্বতঃস্ফুর্তভাবে পালন করার আহ্বান জানান। পরে অস্বচ্ছল নারীপুরুষদের মাঝে প্রধান অতিথি নতুন বস্ত্র তুলে দেন। খাগড়াছড়ি দীঘিনালায় সাবেক মেয়র এম. মনজুর আলমের পক্ষের বস্ত্র বিতরণ করেন অধ্যক্ষ বাদশা আলম ও নিজাম উদ্দিন লিটন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুশিক্ষিত সমাজ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান