সাবেক মেয়র মনজুর আলমের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

| শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৬:৫৮ পূর্বাহ্ণ

শোকাবহ আগস্ট মাসের শুরুতে দেশে শান্তি ও স্থিতিশীলতা কামনায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম তিন স্থানে গতকাল ধর্মীয় আচার অনুষ্ঠান, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছেন।

সকালে দেওয়ানহাটস্থ কর্পোরেট অফিস অডিটরিয়ামে মিলাদ মাহফিল, মোনাজাত, নিঃস্ব, দুঃস্থ, অস্বচ্ছল মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদান করেন। বিকেলে বালুচরা হেদায়েতুল মোস্তফা জামে মসজিদে এবং হাটহাজারীস্থ হযরত সৈয়দ আজিজুল হক শেরে বাংলার (রহ🙂 জামে মসজিদে খতমে কোরানেপাক, মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী ও তবারুক বিতরণ করা হয়। এসব ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, দেশে শান্তি বহাল থাকলে গরীবদুঃখী ও খেটে খাওয়া মানুষগুলো দু’বেলা দু’মুঠো ভাত খেতে পারে। আমরা অশান্তি চাই না, শান্তি চাই।

পরে ১৫ আগস্টের শহীদ, সম্প্রতি সহিংসতায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। ১ আগস্ট প্রায় দুই হাজার গরীব দুঃস্থ ও খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও তবারুক তুলে দেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। এসব কর্মসূচিতে মোস্তফা হাকিম পরিবারের মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, মোহাম্মদ শাহজাহান, বাদশা আলম, মাওলানা রাশেদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (🙂 জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ ইউনুচ রজভী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী পেল নগরীর ৫ শতাধিক কর্মহীন মানুষ