সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৫:৩৭ অপরাহ্ণ

বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।

জানা যায়, দুদকের গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পাওয়া এসব অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আ.লীগের জনপ্রতিনিধিদের অপসারণ দাবিতে পরিষদ ঘেরাও
পরবর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে গণমিছিল