সাবেক ভূমিমন্ত্রীর নিজের বাড়ি যেতে কর্ণফুলী টানেল : প্রেস সচিব

| বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম সড়ক টানেলটি মূলত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিজের বাড়ি যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তার ভাষ্য, সাইফুজ্জামান চৌধুরীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে তেমন কিছু নেই। নিজের এলাকায় যাওয়ার জন্য তিনি কর্ণফুলী টানেল প্রকল্প নেন। আপনারা (সাংবাদিকেরা) খোঁজ নিয়ে দেখেন।

গতকাল বুধবার পরিকল্পনা কমিশনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত এক আলোচনা সভায় শফিকুল আলম এ মন্তব্য করেন। তিনি বলেন, আরও ১০ বছর পরে এই টানেল হলে ভালো হত। তখন হয়ত কর্ণফুলীর ওপারে অনেক কিছু হবে। খবর বিডিনিউজের।

টানেল এলাকায় ৪৫০ কোটি টাকায় সাত তারকা মানের হোটেল করা হয়েছে এবং ‘এটা অপচয়’ বলেও মন্তব্য করেন প্রেস সচিব। তার ভাষায়, আমরা চাই গভমেন্টের টাকার যেন শ্রাদ্ধ না হয়। গভর্মেন্টের যে মানি সেটা যেন এফিশিয়েন্টলি ইউজ হয়। এই জায়গাটাই হচ্ছে কথা।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত বাস থেকে নারী আইনজীবীর গলার চেইন ছিনতাই
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ইয়াবা ও টাকাসহ দুই নারী গ্রেপ্তার