ইস্টার্ন ব্যাংক গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাতের দায়ে ইফতেখারুল কবির নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে ১২ বছর তিন মাসের কারাদণ্ড, এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ইস্টার্ন ব্যাংক চান্দগাঁও শাখার ব্যবস্থাপক ছিলেন। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।
এসময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দুদকের আইনজীবী মুজিবুর রহমান আজাদীকে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ২৫ এপ্রিল জালিয়াতির মাধ্যমে ইফতেখারুল কবির এক গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি দুদককে জানানো হলে দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ২৬ সেপ্টেম্বর ইফতেখারুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–১ এর তৎকালীন উপ–সহকারী পরিচালক নুরুল ইসলাম। এরপর আদালত তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।