সাবেক ফুটবলার এরশাদ আলি খান ভুট্টোর ইন্তেকাল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৯:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর এরশাদ আলি খান ভুট্টো (৫৭) আর নেই। গতকাল সকাল ৯ টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তান সহ বহু আত্মীয়স্বজন রেখে যান। গতকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে তার মরদেহ তারই প্রিয় প্রাঙ্গণ এম এ আজিজ স্টেডিয়ামে নিয়ে আসা হয়। সেখানে তার দীর্ঘ দিনের সতীর্থ এবং চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা তাকে শ্রদ্ধা জানান। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। এর আগে বিকেল তিনটায় তার দীর্ঘ দিনের কর্মস্থল আগ্রাবাদস্থ সিজিও ভবনে (সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস) দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আছর তার বাসভবন উত্তর নালাপাড়া সিটি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তৃতীয় নামাজে জানাজা। এরপর বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ কাস্টমসে কর্মরত ছিলেন। দীর্ঘ দিন ধরে জটিল রোগে ভুগছিলেন এরশাদ আলি খান ভুট্টো। এরশাদ আলি খান ভুট্টোর মৃত্যুতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা চালকের পরিবারকে ঘর উপহার
পরবর্তী নিবন্ধএশিয়ার বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল রবি