সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার ও বিচার দাবি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারে সোপর্দকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখা। পাশাপাশি ফ্যাসিবাদের দোসর এবং উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ বিচারকদের অপসারণেরও দাবি জানানো হয়েছে। গতকাল চট্টগ্রাম কোর্ট হিল এলাকায় আইনজীবী ভবনের সামনে সোনালী ব্যাংক চত্বরের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশের ব্যানারে এ বি এম খায়রুল হককে বাংলাদেশ বিচার বিভাগ ও গনতন্ত্র ধ্বংসের মূল কারিগর হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনের সভাপতি অ্যাড. মোহাম্মদ রফিকুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুস সাত্তার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সমিতির সাবেক সভাপতি অ্যাড. মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, জেলা জিপি অ্যাডভোকেট আবুল কাসেম চৌধুরী, আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মুকবুল কাদের চৌধুরী, অ্যাড. আবদুস সাত্তার সারোয়ার, অ্যাড. জহুরুল আলম, অ্যাড. আবুল হাসান সাহাবুদ্দিন, অ্যাড. সেকান্দার বাদশা, অ্যাড. মো. সিরাজুল ইসলাম, অ্যাড. আবু তাহের, অ্যাড. আজিজুল হক, অ্যাড. এস ইউ এম নুরুল ইসলাম, অ্যাড. মঈনুউদ্দিন, অ্যাড. এরশাদুর রহমান (রিটু), অ্যাড. কাশেম কামাল, অ্যাড. সেলিম উদ্দিন শাহীন, অ্যাড. মহিউদ্দিন হক চৌধুরী (জুয়েল), অ্যাড. নুরুল করিম ইরফান, সমিতির পাঠাগার সম্পাদক এড. তৌহিদুল ইসলাম, ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক মুরশীদ আলম, অ্যাড. শফিউল আলম সেলিম, অ্যাড. খাইরুদ্দিন মাহমুদ হিরু, অ্যাড. জয় বড়ুয়া, অ্যাড. রাহিম উদ্দিন চৌধুরী, অ্যাড. আশরাফী বিনতে মোতালেব, অ্যাড. নিলুফার ইয়াসমিন লাভলী, অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. লোকমান শাহ, অ্যাড. রেজাউন নুর সিদ্দিকী (উজ্জল), অ্যাড. কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল, অ্যাড. মোস্তফা কামাল, অ্যাড. জায়েদ বিন রশিদ, অ্যাড. আলাউদ্দিন আল আজাদ, অ্যাড. নাছির উদ্দিন, অ্যাড. মুর্শেদ আলম, অ্যাড. রাহেলা গুলশান (ডালিয়া), অ্যাড. কাজী মো. ইকবাল ও অ্যাড. জাহেদ হোসেন প্রমুখ।

বান্দরবান : সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে আদালত চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্যাচিং মারমা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন অনুষদের কর্মশালা