সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

এমএলএম ব্যবসার নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১৪ কোটি ৬৪ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক পুলিশ সদস্য টারজান খীসার (বর্তমানে চাকরি থেকে বরখাস্ত) বিরুদ্ধে মামলা করেছে দুদক। তিনি রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানার কল্যাণপুর এলাকার যতীন প্রকাশ খীসার ছেলে। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটিতে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর সহকারী পরিচালক নুরুল ইসলাম।

দুদকের এই কর্মকর্তা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে নিজের প্রকৃত পরিচয় গোপন করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যম ব্যবসায়ী পরিচয়ে ব্যাংক হিসাব খোলা, লেনদেন করা এবং মাল্টি লেবেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৫ মাসে দ্বিগুন লাভের প্রলোভন দেখিয়ে ২৩ টি ব্যাংক হিসেবে আমানত গ্রহণপূর্বক ১৪ কোটি ৬৪ লাখ ৪২ হাজার টাকার লেনদেন করে তা স্থানান্তর, হস্তান্তর ও রুপান্তর করেন। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ () ও ৪ () ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

মামলার এজাহারে বলা হয়, টারজান খীসা রাঙ্গামিট শহরের বনরুপাবাজারের দীপ্ত প্লাজায় অফিস চালু করে মাল্টি লেবেল মার্কেটিংয়ের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ১৯৯৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টারজান খীসা বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের রুমায় মাইন বিস্ফোরণে নিহত এক, আহত এক
পরবর্তী নিবন্ধ‘মানুষ বন্ধক’ রেখে ইয়াবা বাণিজ্য, কারবারি গ্রেপ্তার