সাবেক পুলিশ কর্মকর্তা উত্তমের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের নামে ঢাকা, মাগুরা ও যশোরে থাকা ৫ দশমিক ২৬ বিঘা জমি ও একটি প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে তার নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তিনটি সঞ্চয়পত্র, ছয়টি ব্যাংক হিসাব এবং তার স্ত্রীর দুটি সঞ্চয়পত্র ও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম তথ্য দেন। খবর বিডিনিউজের।

দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক সম্পদ জব্দের আবেদনে বলেন, উত্তম কুমার বিশ্বাস দুদক থেকে প্রথম নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিজ নামে ও স্ত্রীসন্তানদের নামে থাকা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব থেকে সব অস্থাবর সম্পদ উত্তোলন করেছেন। সম্পদ বিবরণী কমিশনে দাখিলের পূর্বেই তিনি স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের নামীয় দুইটি ফ্ল্যাটসহ তাদের নামীয় কয়েকটি জমি বিক্রি করে দিয়েছেন। তাদের দাখিল করা সম্পদ বিবরণী ও প্রাপ্ত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনায় এসব স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এ সব সম্পত্তি এখনই জব্দ বা অবরুদ্ধ করা না হলে বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উত্তম কুমার বিশ্বাস ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এসব সম্পদ জব্দ এবং ব্যাংক ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ হওয়া প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন
পরবর্তী নিবন্ধচিরনিদ্রায় শায়িত স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ