থানা হেফাজতে দুদকের সাবেক উপ–পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তানিয়া সুলতানা প্রকাশ কলি আক্তার নামের এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহরের মো. সাকিলের স্ত্রী। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন। এর আগে তানিয়া আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। আদালতের নাজির আবুল কালাম আজাদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৬ অক্টোবর দুদক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর স্ত্রী ফৌজিয়া আনোয়ার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের মামলার আবেদন করলে বিচারক থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। মামলায় মোট আটজনকে আসামি করা হয়। তানিয়া ছাড়া বাকীরা হলেন, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মবিনুল হক, সহকারী উপ–পরিদর্শক (এএসআই) মো. ইউসুফ ও সোহেল রানা এবং প্রতিপক্ষ হিসেবে পরিচিত এস এম আসাদুজ্জামান, জসিম উদ্দিন ও মো. লিটন। তানিয়াকেও প্রতিপক্ষ হিসেবে মামলার আরজিতে উপস্থাপন করা হয়। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
আদালতসূত্র জানায়, গত ৩ অক্টোবর রাতে নগরীর এক কিলোমিটার এলাকায় বাসার কাছে রাস্তা থেকে একটি সিআর মামলায় দুদকের সাবেক কর্মকর্তা সৈয়দ মো. শহীদুল্লাহকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। পরে থানায় অসুস্থ হয়ে মারা যান তিনি। মামলাটি দায়ের করেছিলেন তানিয়া আক্তার প্রকাশ কলি আক্তার।