চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এমবিএ এসোসিয়েশনের সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক চবিয়ানরা দেশের উন্নয়নে অবদান রাখছে। দেশের প্রতিটি উন্নয়নমূলক কাজে চবিয়ানরা জড়িত। সরকারি–বেসরকারি ও সমাজ সেবামূলক কাজেও অবদান রেখে চলেছে এ–বিদ্যাপীঠের কৃতী শিক্ষার্থীরা। এই সংগঠন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বড় পরিসরে ভবিষ্যতে কাজ করবে। সেই লক্ষ্যে বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা এনামুল হক পিন্টু, সিনয়ির সহ সভাপতি ওবায়দুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াজেদ আলী, অর্থ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, মিডিয়া কমিটির চেয়ারম্যান এডভোকেট তসলিমুল আলম প্রমুখ। এমবিএ এসোসিয়েশনের ৩০ বছরের বন্ধনের ঐতিহ্যকে ধরে রাখতে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সমুদ্র সৈকত কঙবাজারে অনুষ্ঠিত হবে একাধারে পিকনিক, চবিয়ানদের পারিবারিক পুনর্মিলনী, বীচ র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ফুটবল ম্যাচ, বার্ষিক সাধারণ সভা, সাংগঠনিক দায়িত্ব পরিবর্তন, সংবর্ধনা অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা ও গালা ডিনার। প্রেস বিজ্ঞপ্তি।