সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ১২:০৫ পূর্বাহ্ণ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে তাকে গ্রেপ্তার করার পর ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা