সাবেক কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৫:২৯ অপরাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তার স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানমের নামে দুদকের মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-সহকারী পরিচালক বাদী হয়ে একই কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন।

উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন বলেন, চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী চেয়ে ২০২০ সালের অক্টোবর মাসে নোটিশ দেয় দুদক। জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাই-বাছাইয়ের পর জানা গেছে, ফেরদৌস ইয়াসমিন খানম ১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ সম্পদের মালিক। 
অপরদিকে, আবদুল বারিক ১ কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি।

অনুসন্ধানে জানা গেছে, আবদুল বারিক চট্টগ্রাম কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি নিয়োগ পান। ২০১০ সালে তিনি রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন। আর অবসর নেন ২০১৪ সালে। কর্মরত থাকা অবস্থায় তিনি নামে বেনামে নিজের ও স্ত্রী ফেরদৌস ইয়াসমিনের নামে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীতে গড়েন অঢেল সম্পদ।

মামলায় আসামি করা হয় কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তার স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানমকে।

পূর্ববর্তী নিবন্ধদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে নিন্মমানের পণ্য বিক্রি, চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধহামলা প্রতিবাদে সিএন্ডএফ কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা