কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বিকালে রাজধানীর জিগাতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের তথ্য এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তবে তাদের গ্রেপ্তারের স্থান এবং সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি। তিনি বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনের সময়কার একাধিক হত্যা মামলা রয়েছে। খবর বিডিনিউজের।
গণ আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্যরা।
তাদের বিরুদ্ধে গণ আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়ন এবং হত্যার অভিযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা করা হয়েছে। শামীমা আক্তার খানম শামীমা শাহরিয়ার নামে বেশি পরিচিত। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন–২১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন।