সাবেকদের লিগে মুখোমুখি হচ্ছেন সাকিব এবং তামিম

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়াদের টুর্নামেন্ট লিজেন্ডস নাইনটি ক্রিকেট লিগে খেলবেন তামিম ইকবাল। একই আসরে খেলবেন এখনো পুরোপুরি অবসর না নেওয়া সাকিব আল হাসান। এবারের বিপিএল চলাকালীন দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। যদিও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে তার থাকা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু অবসর নেওয়ায় লিজেন্ডস লিগে তার খেলার সুযোগ তৈরি হয়। আগামী ফেব্রুয়ারিতে ভারতের রায়পুরে বসবে লিজেন্ডস লিগ। যেখানে বিগ বয়েজ উনিকারি নামক দলের জার্সিতে খেলবেন তামিম। সূত্রের খবরে জানা গেছে, একই আসরে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে সাত দলের এই টুর্নামেন্টে মুখোমুখি হবে সাকিব ও তামিম। সাকিব ও তামিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুই সেরা ক্রিকেটার। দেশের ক্রিকেটে তাদের অবদান অনেক। একসঙ্গে বহু জয় এনে দিয়েছেন দেশকে। একসময় দুজন বেশ ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। কিন্তু দুজনের সম্পর্কে ফাটল ধরে বছরখানেক আগে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় দলের ব্যাটারদের ব্যাটে রান নেই বিপিএলে
পরবর্তী নিবন্ধবিপিএলে সবচাইতে বেশি রান বিজয়ের