কবিগুরুর সৃষ্টি বিশ্বজুড়ে নানান ভাষায় চর্চিত হবে, এটাই স্বাভাবিক। যদিও বাংলার বাইরে গিয়ে সেই কথা–সুর–গায়কী কিংবা গানের আবেগটা কতখানি ছুঁয়ে যেতে পারে শ্রোতামন, সেটি প্রশ্ন সাপেক্ষ। তবে হিন্দিভাষী অমিতাভ বচ্চনের কণ্ঠে বাংলায় কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, দারুণ চর্চিত হয়েছে অন্তর্জালে। নতুন খবর হলো কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন–কন্যা বাঁধন একসঙ্গে প্রকাশ করলেন দুটো রবীন্দ্রসংগীত। দুটোই তিনি কণ্ঠে তুলেছেন হিন্দি ভাষায়। একটি ‘মনে রবে কিনা রবে আমারে’ অন্যটি ‘পুরানো সেই দিনের কথা’। অজয় মিত্রের সংগীতায়োজনে এটির লিরিক ভিডিও তৈরি করেছেন অর্পণ মিত্র। গান দুটি একই দিনে ‘বাঁধন’স প্লেলিস্ট’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। বলছেন, প্রশংসাও পাচ্ছেন প্রচুর। কিন্তু কেন সাবিনাকন্যা বাঁধন অসাধারণ দুটি রবীন্দ্রসংগীত গাইলেন হিন্দি ভাষায়? জবাবে শিল্পী বললেন, এটা আসলে ভিন্ন কিছু করার চেষ্টা এবং গান দুটি প্রকাশের পর অনেক প্রশংসা পাচ্ছি।