সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে চাপে রয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। দাপট দেখিয়েও প্রথম ম্যাচে হারতে হারতে পাকিস্তানের সঙ্গে ড্র করেছে সাবিনারা। প্রথম ম্যাচ ড্র করাতে এখন শেষ চারে ওঠা কিছুটা কঠিন হয়ে পড়েছে। গ্রুপে আজ বুধবার বাংলাদেশ মুখোমুখি হতে হচ্ছে রেকর্ড শিরোপাধারী ভারতের। এই ম্যাচ থেকে ন্যূনতম এক পয়েন্ট নিতে পারলেই নকআউট পর্ব নিশ্চিত হবে। তবে বাংলাদেশের মেয়েরা ড্র নয়, জিতেই সেমিফাইনালে যেতে চাইছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুই জায়ান্ট লড়াইয়ে নামতে যাচ্ছে বিকাল পৌঁনে ছয়টায়। টুর্নামেন্টে ভারত প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫২ গোলে হারিয়ে ফুরেফুরে মেজাজে রয়েছে। প্রথম ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। তাই বাংলাদেশের জন্য ম্যাচটি কম গুরুত্বপূর্ণ নয়। অন্তত তিন গোলে না হারলে সাবিনাদেরও সেমিফাইনাল নিশ্চিত। তবে বাংলাদেশের চোখ তিন পয়েন্টের দিকে। গতকাল অনুশীলন শেষে বাংলাদেশের তরুণ মিডফিল্ডার মুনকি আক্তার বলেছেন, ‘আমরা কোনও সমীকরণের মধ্যে জড়াতে চাই না। ভারতের বিপক্ষে কয়েকটি পরিবর্তন হবে। আমাদের বিশ্বাস সিনিয়র আপুরা ভালো খেলতে পারলে জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে পারবো।’ ভারতের বিপক্ষে চাপ নিয়ে তার কথা, ‘কোচ এবং বড় আপুরা বলেছেন, কোনও চাপ নেওয়ার কিছু নেই। ভালো খেলতে হবে। আমরা ট্রফি নিতে এখানে এসেছি।’ লড়াইয়ের আগে বাংলাদেশকে সমীহ করেছেন ভারতের কোচ সন্তোষ কুমার কাশ্যপ, ‘পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেও জয় পায়নি বাংলাদেশ, এতে আমি অবাক হয়েছি। এই দলটি দুর্দান্ত, এটা আমি জানি।’ গত সাফে ভারতকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এবার কী হবে তা কালই জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগে ইনিংস ব্যবধানে চট্টগ্রামের হার
পরবর্তী নিবন্ধদ. আফ্রিকাকে অন্তত ২০০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ