সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ আবার শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

এবারের সাফ অনূর্ধ্ব২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ দল। এরই টুর্নামেন্টে টানা চার ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে অবস্থান করছে। চার ম্যাচে বাংলাদেশ দলের পয়েন্ট ১২। আর দ্বিতীয় স্থানে থাকা নেপল দলের পয়েন্ট সমান ম্যাচে ৯। বাংলাদেশ দল নিজেদের প্রথম এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলংকাকে গোল বন্যায় ভাসিয়েছিল। ৯১ গোলের বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৪১ গোলে জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এসে দারুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে নেপালকে হারিয়েছিল ২১ গোলে। এরপর চতুর্থ ম্যাচে আবার ভুটানের সামনে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশের জয় ৩০ গোলের। এখন টুর্নামেন্টে বাকি আছে দুটি ম্যাচ। যার প্রথমটিতে আজ আবার শ্রীলংকার মুখোমুখি হবে। মুলত আজ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। কারন টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ নেপালের বিপক্ষে ২১ জুলাই। সে ম্যাচে ন্যূনতম ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টে এ পর্যন্ত অপ্রতিরোধ্য বাংলাদেশ দল। যদিও সামনের ম্যাচটি তাদের খেলতে হবে দলের সেরা তারকা সাগরিকাকে ছাড়াই। নেপালেল বিপক্ষে ম্যাচে বিশৃংখলা সৃষ্টি করায় তিন ম্যাচ সাসপেন্ড করা হয়েছে তাকে। তারপরও জয়ের ব্যাপারে দারুন আশাবাদি বাংলাদেশ দল। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার সবার উপরের দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের এমন পারফরম্যান্স এখনো মানতে পারছেননা ক্লাইভ লয়েড
পরবর্তী নিবন্ধমিরপুরে খেলা বলেই পাকিস্তানের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন নাঈম শেখ