চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামী ১৬ আগস্ট সোনার বাংলা ও ১৭ আগস্ট সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার করা হয়েছে।
ভর্তি পরীক্ষার জন্য ঢাকা থেকে শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে আসতে এবং ফিরতে পারেন এজন্য রেল কর্তৃপক্ষ বন্ধের দিনেও ট্রেন দুটি চালানোর উদ্যোগ নিয়েছেন বলে জানান চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী। উল্লেখ্য, সোনার বাংলার সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার। সুবর্ণ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বুধবার।