বোয়ালখালীতে সাপের কামড়ে তানজিনা আকতার (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানজিনা ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে। সে স্থানীয় শাকপুরা এ রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনকার মত মঙ্গলবার রাতে খেয়েদেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে তানজিনা। কিন্তু গভীর রাতে হঠাৎ তানজিনার চিৎকারে ঘুম ভেঙ্গে যায় সবার। উঠে দেখতে পায় তানজিনার বাম হাতে কিসের যেন কামড়ের দাগ। সাপের কামড়ের ধারনায় টোটকা চিকিৎসা দেয়ার পর ভোরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।