মীরসরাইয়ে সাপের কামড়ে ফাবিহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ফাবিহা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে।
নিহতের আত্মীয় জানান, রাতে ঘুমের মধ্যে ফাবিহাকে একটা সাপ কামড়ে দেয়। এ সময় সে কান্নাকাটি শুরু করলে পাশের বাড়িতে নিয়ে যান ফাবিহার মা। পরে সাপে কেটেছে নিশ্চিত হবার পর মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর বলেন, রাত সাড়ে চারটার দিকে শিশুটিকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই মারা যায় শিশুটি।