চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ আয়োজিত মেয়র কাপ অনূর্ধ্ব–১৪ ক্রিকেট টুর্নামেন্টের গতকাল সোমবারের খেলায় জয় পেয়েছে সানরাইজ ক্রিকেট একাডেমি ও জে সি টি এ ক্রিকেট একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সানরাইজ ক্রিকেট একাডেমি ৮ উইকেটে এ জে ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা এ জে ক্রিকেট একাডেমি মাত্র ৩০ রান করে অল আউট হয়ে যায়। জবাবে সানরাইজ ক্রিকেট একাডেমি ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যান নির্বাচিত হয়েছে সানরাইজ ক্রিকেট একাডেমির রাদিব। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মশক নিধন কর্মকর্তা শরিফুল ইসলাম মাহি।
দিনের দ্বিতীয় খেলায় জে সি টি ক্রিকেট একাডেমি ৭০ রানে মিরসরাই ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জে সি টি ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে। জবাবে মিরসরাই ক্রিকেট একাডেমি মাত্র ৩৮ রান করে অল আউট হয়ে যায়। বিজয়ী জে সি টি ক্রিকেট একাডেমির রাফি ম্যান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার আবদুল আহাদ রিপন।