শ্রীশ্রী শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা সমাজসেবক সাধন চন্দ্র দেব (৮০) গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর আছদগঞ্জস্থ বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার সকালে শুক্লাম্বর দীঘি মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহম্মেদ চৌধুরী জুনু, ৫ নম্বর বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, বর্তমান সভাপতি জিতেন কান্তি গুহ, দক্ষিণ জেলা তাঁতী লীগের সদস্য সচিব পরিমল দেব, শুক্লাম্বর দিঘী উন্নয়ন কমিটির সভাপতি হারাধন দেব, সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্ত প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












