সাধনপুর বালিকা বিদ্যালয়ের কমিটি হাইকোর্টে স্থগিত

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৮:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের সপ্তাহ পেরুতে স্থগিত করেছে হাইকোর্ট। গত ১ মার্চ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে শেখর দত্তকে সভাপতি, প্রধান শিক্ষক সচিব, সুমি দে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সদস্য ও মোহাম্মদ এজাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত সদস্য করে কমিটি ঘোষণা করলেও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ প্রাক শুনানিক্রমে প্রাথমিক আদেশ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশসহ রুল নিশি জারি, একই সঙ্গে অভিযোগের ৯নং বিবাদী শেখর দত্তের এডহক কমিটির সভাপতি মনোনয়ন স্থগিত ঘোষণা করে। জানা যায়, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিদ্যালয়ের অভিভাবক আশরাফুল আলম কমিটির অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্ট বিভাগে ৪ মার্চ রিট মামলা নং ২৯০২/২০২১ দাখিল করেন এবং ৭ মার্চ এ অভিভাবকের একটি সম্পূরক এফিডেফিট দাখিল করেন। এ আবেদনের প্রেক্ষিতে ৯ মার্চ আদালত মামলাটির শুনানির জন্য উপস্থাপন করা হলে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ প্রাক শুনানিক্রমে প্রাথমিক আদেশ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশসহ রুল নিশি জারি করে। একই সঙ্গে অভিযোগের ৯নং বিবাদী শেখর দত্তের এডহক কমিটির সভাপতি মনোনয়ন স্থগিত ঘোষণা করে। মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আবদুল আল মাহমুদ। মামলায় বোর্ড কর্তৃপক্ষের শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত ১৭.০৮.২০১৬ ইং সনের নির্দেশ মতে হাইকোট বিভাগের রিট মামলা নং২০৪৩/২০১৬ইং এর ১.৬. ২০১৬ সনের আদেশ বাস্তবায়নের অনুরোধ করা হলেও বোর্ড কর্তৃপক্ষ তা আমলে না নেওয়ার অভিযোগ রয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধশান্তির বার্তা পৌঁছে দেয়া ইসলামের শিক্ষা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পুরস্কার পেলেন আজাদীর প্রতিনিধিসহ চার সাংবাদিক