বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাহউদ্দীন কামালকে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল করে হত্যার হুমকি প্রদান করায় বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (নং-৬৭৯) করেছেন। এ ব্যাপারে রামদাশ হাট পুলিশ ক্যাম্পের এস আই মো. শহিদুল ইসলাম বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান। এ ব্যাপারে সালাহ্উদ্দীন কামাল আরো জানান সন্ত্রাসী ও মাদক সম্রাটদের হুমকি ও হামলার আশঙ্কায় গতমাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, সাধনপুর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি প্রদান করায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে, বিষয়টি আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। অপরাধী যে হোক আইনের আওতায় আনা হবে। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাধনপুর ইউপি চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় অনেক প্রশংসনীয় কাজ করেছেন, বিশেষ করে মাদক র্নিমূলে তিনি এলাকায় বিশেষ ভূমিকা রেখেছেন। তাকে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।