বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে অবসরপ্রাপ্ত ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাধনপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় হলরুমে চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামালের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সহকারী জেলা শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আব্দুল হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মঈন উদ্দিন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. সেলিম উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন, সমাজসেবক প্রদীপ মিত্র চৌধুরী। অনুষ্ঠানে পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা দাশ, পশ্চিম সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, পূর্ব বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম ফরহানা চৌধুরী, রাতা খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার সিকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষিকা বাবলী দাশ ও শিক্ষক দোলন দাশের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন চৌধুরী, সাধনপুর ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পরিবারের আহ্বায়ক সুমন কান্তি দে, সদস্য সচিব সুবীর কান্তি দত্ত প্রমুখ শিক্ষকেরা অংশগ্রহণ করেন।