সাধনপুরে মামলা পাল্টা মামলায় উত্তেজনা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৯ মে, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুরে মামলা ও পাল্টা মামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম সালাহ উদ্দীন কামালের বিরুদ্ধে মামলা করায় বাঁশখালী চেয়ারম্যান সমিতি ও ইউপি সদস্যরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মে স্থানীয় সংসদ সদস্য সাধনপুরে সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করতে গেলে কথা কাটাকাটির জের ধরে দু’গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামালসহ ১৫ মে রাতে ১৮জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কৃষকলীগ নেতা মো. ইলিয়াছের পক্ষ থেকে। একই ঘটনায় সাইর মোহাম্মদ প্রকাশ শেখ মোহাম্মদ বাদী হয়ে সাধনপুরের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ চৌধুরী ও তার ভাইসহ ৯জন জ্ঞাত এবং ৫০/৬০জনকে অজ্ঞাত আসামি করে অপর মামলাটি দায়ের করেন। বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানকে আসামি করে এ দুই মামলা দায়ের করার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সাধনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কে. এম সালাহ উদ্দীন কামালের বিরুদ্ধে মামলা করায় বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান মো. কফিল উদ্দিন ও সাধনপুর ইউনিয়নের ১২জন সদস্য স্বাক্ষরিত এক বিবৃতিতে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসায় অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাধারণ সভা