সাধনপুরের বাণীগ্রামে ৩০ লিটার মদ উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে মদন দের বাড়ি থেকে ৩০ লিটার দেশীয় তৈরি মদ ও মদের সরঞ্জাম উদ্ধার করেছে পরিষদের চেয়ারম্যানের সমন্বয়ে গঠিত সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকালে এসব মদ উদ্ধার করা হয়।

 

পরে বাঁশখালী থানার রামদাস হাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই মোস্তাফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে গণমাধ্যমকে জানান। স্থানীয়রা জানান, মদ ও মদের সরঞ্জাম উদ্ধারের সময় সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য, দেলোয়ার হোসেন, মশিউর আলম শিবলী, সাধনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। তবে অভিযানের সময় মদন দে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল। মাদকমুক্ত সাধনপুর বিনির্মাণের প্রচেষ্টায় সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, বাঁশখালী থানা, গুনাগরী পুলিশ ক্যাম্প, এলাকাবাসী, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সকলকের সহযোগিতা কামনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিশু বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশ পদ্ম বিভূষণ পুরস্কারে ভূষিত
পরবর্তী নিবন্ধইচ্ছা মানব উন্নয়ন সংস্থার আলোচনা সভা