সাদিকুরের সেঞ্চুরিতে প্রথম দিনে চট্টগ্রামের ৪ উইকেটে ২৬০ রান

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

ওপেনার সাদিকুর রহমানের সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে ভালো অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ। প্রথম দিন শেষে ৭১ ওভারে ৪ উইকেটে ২৬০ রান করেছে চট্টগ্রাম। সাদিকুর সেঞ্চুরি করলেও অপেক্ষায় আছেন মুমিনুল। জাতীয় লিগের প্রথম রাউন্ডে মুমিনুল হক ছিলেন পুরোপুরি ব্যর্থ। প্রথম ইনিংসে ১৩, পরের ইনিংসে ০ করেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের টেস্ট সিরিজের আগে তার ছন্দে ফেরা ছিল জরুরি। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই সেই দাবি মিটালেন অভিজ্ঞ ব্যাটার। দিনের খেলা সবটুকু হলে হয়তো সেঞ্চুরিও পেয়ে যেতেন তিনি। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভেজা মাঠের কারণে খেলা শুরু হয় ৪৫ মিনিট দেরিতে। টসজয়ী চট্টগ্রামকে দারুণ শুরু এনে দেন সাদিকুর রহমান ও মাহমুদুল হাসান জয়। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ৮৯ রান। এই জুটি ভাঙেন অপ্রত্যাশিত এক বোলার। অনিয়মিত বোলার শামসুর রহমানের বল শর্ট লেগে তুলে আউট হন জয়। টেস্ট দলে জায়গা হারানো ওপেনার ফেরেন ৩৫ রানে। দ্বিতীয় উইকেটে সাদিকুর ও মুমিনুল গড়েন ১৪৩ রানের জুটি। সাদিকুর শতরান পূরণ করেন ১৫৯ বলে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে বাঁহাতি ব্যাটসম্যানের তৃতীয় সেঞ্চুরি এটি। ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংস থামে ৮ চার ও ৫ ছক্কায় ক্যারিয়ার সেরা ১২২ রানে। এরপর অধিনায়ক শাহাদাত হোসেন () ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়াসির আলি চৌধুরি () ফেরেন অল্প সময়ের মধ্যে। মুমিনুল ফিফটি করেন ৯১ বলে। এরপর বলের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে থাকেন শতরানের দিকে। কিন্তু তাকে থামতে হয় আলোকস্বল্পতায়। অপরাজিত থাকেন তিনি ১০ চারে ১২৯ বলে ৮৪ রানে। তার সাথে আছেন ইরফান ০ রান নিয়ে। বরিশালের পক্ষে ১টি করে উইকেট নেন ইয়াসিন,রুয়েল,তানভির এবং শামসুর।

পূর্ববর্তী নিবন্ধইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু ৮ নভেম্বর