সাদার্ন ইউনিভার্সিটির ব্যাডমিন্টন ফেস্ট ২০২২ এর এডমিন ক্যাটাগরির খেলা গত মঙ্গলবার ভার্সিটির আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে শেষ হয়েছে। ফাইনালে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আজমকে সরাসরি সেটে পরাজিত করে শিরোপা অক্ষুন্ন রেখেছেন ইইই বিভাগের জাহিদুল ইসলাম। এর আগে অফিস সহকারী বিভাগে জামাল চ্যাম্পিয়ন এবং রাসেল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।