সাদার্ন ইউনিভার্সিটির মুজিববর্ষ ব্যাডমিন্টনে জাহিদ চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

সাদার্ন ইউনিভার্সিটিতে মুজিব জন্মশতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্টে অ্যাডমিন বিভাগে (একক) চ্যাম্পিয়ন হয়েছেন ‘ট্রিপল ই’ ডিপার্টমেন্টের জাহিদ। গতকাল সোমবার আরেফিন নগরস্থ ভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জাহিদ সরাসরি সেটে গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিষ্ট্রার মো. আজমকে পরাজিত করেন। এর আগে সেমিফাইনালে জাহিদ ২-১ সেটে ইঞ্জিনিয়ার শ্যামলকে এবং আজম ২-০ সেটে মঞ্জুর মোর্শেদকে হারিয়ে ফাইনালের টিকেট পান। আগামী সপ্তাহে এ ইভেন্টের ডাবলস খেলা অনুষ্ঠিত হবে। আগ্রহী অ্যাডমিনদের ক্রীড়া বিভাগে জুটির নাম জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স একাডেমির জয়
পরবর্তী নিবন্ধআফতাব ও চিটাগাং ক্রিকেট একাডেমির জয়