সাথী হয়ে থাকি মিশে

ইকবাল বাবুল | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

ভালো লাগে না যে বাধা ধরা দিন ভালো লাগে না তো শৃঙ্খল

কান পাতি যেই শুনি আমি সেই বাতাসের ক্রিং ক্রিং কল

ছুটি আমি তাই খোলা সে হাওয়ায় অনুভব করি তাড়না

আম্মুটা তুমি কেনো বকো শুধু বুঝতে কি সেটা পারো না ?

বাবুল বাবুল ডাকে পখি ফুল শুনে আমি খুশি এতো না

আমার ভেতরে কাজ করে সেই ফুরফুরে এক চেতনা

তাই তো এ আমি হই দূরগামি ডেকো না তো কেউ আমাকে

আমার খুশিতে আমি কী বিভোর বাতাসে উড়াই জামাকে

উড়ু উড়ু করে মাথাটার চুল

কারা যেনো ডাকে বাবুল বাবুল

যেই না থমকে দাঁড়াই

অভিভূত হয়ে বিস্ময়ে আমি অমনি নিজেকে হারাই

দেখি ফুল পাখি বৃক্ষের লতা

শোনায় তারা যে কতো রূপকথা

কোনদিকে আমি যাই যে তখনি পাই না তো দিক দিশে

সকলের সাথে আমি তাই তাতে সাথী হয়ে থাকি মিশে।

পূর্ববর্তী নিবন্ধমায়াবী হেমন্ত
পরবর্তী নিবন্ধভুতুড়ে দ্বীপ পোভেগলিয়া