ভারত–পাকিস্তান সংঘাত থামানোর দাবি বেশ কয়েকবারই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।
আবার ট্রাম্প দাবি করলেন ভারত–পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন তিনিই। আর কেবল তাই নয়, ভারত–পাকিস্তানসহ বিশ্বে ৭ টি যুদ্ধ থামিয়েছেন দাবি করে এবার ট্রাম্প বলেছেন, প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। এনডিটিভি জানায়, শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, বিশ্ব মঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যে, আমরা সম্মানিত হচ্ছি–এমন মাত্রায়, যা আগে কখনও হয়নি। আমরা শান্তি চুক্তি তৈরি করছি। যুদ্ধ থামাচ্ছি। যেমন: আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও। তিনি বলেন, এই ভারত–পাকিস্তানের কথাই ভাবুন। জানেন কী ভাবে তাদের যুদ্ধ থামিয়েছি? বাণিজ্যর মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি উভয় নেতাকেই গভীর শ্রদ্ধা করি। কিন্তু যদি আপনি ওই পরিস্থিতিগুলোর দিকে খেয়াল করেন, দেখবেন সব যুদ্ধই আমরা থামিয়েছি। ভারত–পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড–কম্বোডিয়া, আর্মেনিয়া–আজারবাইজান, কসোভো–সার্বিয়া, ইসরায়েল–ইরান, মিশর–ইথিওপিয়া, রুয়ান্ডা–কঙ্গোর যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।