সাত মাসে বাণিজ্য ঘাটতি কমেছে ৯%

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

আমদানির তুলনায় রপ্তানি প্রবৃদ্ধির হার বেশি হওয়ায় চলতি অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমার ধারা অব্যাহত রয়েছে; জুলাই থেকে জানুয়ারি সময়কালে আগের বছরের একই সময়ের চেয়ে ঘাটতি কমেছে ৯ শতাংশ। চলতি ২০২৪২০২৫ অর্থবছরের প্রথম সাত মাসে মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ দশমিক ৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে কমেছে ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার, শতকরা হারে ৮ দশমিক ৯৮ শতাংশ।

গতকাল মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাইজানুয়ারি সময়ে বাংলাদেশ ২৬ দশমিক ৩৭ বিলিয়ন ডলার রপ্তানি করেছে, যা আগের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি। আগের অর্থবছরের এ সময়ে রপ্তানি হয়েছিল ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। বিপরীতে চলতি অর্থবছরের এ সময়ে আমদানি বেড়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। আমদানি হয়েছে ৩৮ দশমিক ১১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময় ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি মিডিয়া সেলের লোক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধইসলাম প্রতিষ্ঠায় নবীজির (দ.) প্রেরণার বাতিঘর ছিলেন মা খাদিজাতুল কুবরা (রাঃ)…ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ