সাত বছরের সাজা এড়াতে ৭ বছর ধরে পলাতক

পটিয়ার নুরু ডাকাত গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

সাত বছরের সাজা এড়াতে ৭ বছর ধরে পলাতক ছিল পটিয়ার নুরু ডাকাত! অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে নুরুল কবির ওরফে নুরু ডাকাত (৪৪)। তিনি পটিয়া থানার অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চট্টগ্রামের একটি টিম তাকে আটক করে। গত রোববার বিকেলে কর্ণফুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়ির মৃত আনা মিয়ার পুত্র।

র‌্যাব৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল কবিরকে কর্ণফুলী থানাধীন সৈন্যেরটেক এলাকা থেকে ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে র‌্যাব গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রোববার রাতে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নুরু ডাকাতের অস্ত্র মামলায় সাজা ছাড়াও পটিয়া থানায় আরো একটি মামলায় ওয়ারেন্ট ছিল। এছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার (গতকাল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ও পেকুয়ায় ৪ ইটভাটায় অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধদুই বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন লেয়াকত আলী