সাত প্রার্থীর প্রচারণায় সরগরম বাঁশখালী

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৪:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনের সাত প্রার্থী প্রচারপ্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কর্মী সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগসহ ছোট ছোট সমাবেশ এবং উঠান বৈঠক চলেছে বাঁশখালী পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে। তবে প্রচারণায় একপক্ষের বিরুদ্ধে অন্যপক্ষের পোস্টার ছিঁড়া, কর্মীসমর্থকদের ওপর হামলাপাল্টা হামলার অভিযোগও আছে বিএনপিজামায়াতের। এসব নিয়ে পাল্টাপাল্টি মৌখিক অভিযোগ থাকলেও কোনো মামলা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনে লড়ছেন বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক), বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী গন্ডামারার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল মালেক আশরাফী (চেয়ার প্রতীক), গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা প্রতীক), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেন প্রতীক)। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে ১১২টি ভোটকেন্দ্রে মোট ৪ লক্ষ ৪ হাজার ৫৬০ জন ভোটার ভোট প্রদান করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৮১৯ জন, মহিলা ভোটার ১লক্ষ ৯০ হাজার ৭৩৭ জন। আর তৃতীয় লিঙ্গ ভোটার হলেন ৪ জন। আগামী ৬ ফেব্রুয়ারি ১১২টি ভোটকেন্দ্রের ৭২০টি কক্ষের নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

উল্লেখ্য, দেশে বিগত ১২ বার জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে ৫ বার আওয়ামী লীগ, ৫ বার বিএনপি এবং ২ বার জাতীয় পার্টির প্রার্থী এমপি নির্বাচিত হন। আগামী সংসদ নির্বাচনে কে হবেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের জাতীয় সংসদের সদস্য তা এখনও জটিল সমীকরণে। ভোটাররা বলছেন বিএনপি, জামায়াত আর স্বতন্ত্র এ তিন প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকবে প্রতিদ্বন্দ্বিতা।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, পুলিশ যে কোনো ধরনের অপরাধ ও সংঘাত এড়াতে তৎপর রয়েছে। তবে এখনও পর্যন্ত নির্বাচনী অপরাধের ব্যাপারে কোনো ধরনের মামলা কিংবা অভিযোগ কেউ করেনি।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আইনশৃংখলা বাহিনী মাঠ পর্যায়ে কঠোর নজরদারি রেখেছে। কোনো অনিয়মের অভিযোগ পেলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধশান্তির রাউজান গড়তে সকল প্রার্থীর অভিন্ন সুর
পরবর্তী নিবন্ধপটিয়ায় নৌবাহিনী সদস্য ও স্বর্ণ ব্যবসায়ী নিহত