টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে কাটাছেড়া চলছেই। সামনের পথ চলা কেমন হবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়াতে এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে। আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রাপ্তির আগেই কাজ শুরু করে দিয়েছেন সুজন। গতকাল রোববার থেকে কাজ শুরু করে দিয়েছেন টিম বাংলাদেশের নতুন ডিরেক্টর। ৭ তরুণ ক্রিকেটারকে নিয়ে গতকালই রোরবারই অনুশীলনে নেমে পড়েছেন খালেদ মাহমুদ সুজন। এই সাত ক্রিকেটার হলেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি এবং তানভির ইসলাম। নির্বাচকরা পাকিস্তানের সাথে সিরিজের আগে কিছু ক্রিকেটারকে দেখতে চেয়েছেন। যেহেতু কোচরা সবাই ছুটিতে এবং আসবেন আরও কয়েকদিন পর, তাই কাজ করার ব্যাপারটা ছিল ক্রিকেটারদের সঙ্গে। যেহেতু টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সামনে তাই কিছুটা এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান সুজন। এই ৭ তরুণকে নিয়ে অনুশীলন প্রসঙ্গে খালেদ মাহমুদ বলেন আসলে টি-টোয়েন্টিতে আমরা যেভাবে খেলতে চাই সেভাবে অনুশীলনটা করতে চাচ্ছি। যাতে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত রাখতে পারে। গতকালের অনুশীলনের সময় কোচ মোহাম্মদ সালাউদ্দীনকেও দেখা গেছে সুজনের সাথে। এ প্রসঙ্গে সুজন বলেন আসলে তাকে জাতীয় দলের সাথে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। সে জন্যই তিনিও এসেছিলেন মাঠে। খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর করার পাশাপাশি কোচ সালাউদ্দীনকে জাতীয় দলের সহকারি কোচ পদে নিয়োগ দেয়া কথা ভাবা হচ্ছে। এদিকে সালাউদ্দীনকে এই প্রস্তাবও দেয়া হয়েছে বলে জানা গেছে।
তবে এখনো কোন কিছু চূড়ান্ত হয়নি। কারণ কোচ হিসেবে সালাউদ্দীনের ভূমিকা বেশ প্রশংসনীয়। আর অনেক ক্রিকেটারই সালাউদ্দিনকে খুব পছন্দ করেন। খালেদ মাহমুদ সুজন জানান ক্রিকেট বোর্ড চাইছে সালাউদ্দিনকে বোর্ডের সাথে যুক্ত করতে।