চন্দনাইশ উপজেলার ৭নং সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার গতকাল সোমবার ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত হোসেনের সভাপতিত্বে ও ইউপি সচিব মো. জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার উপ–সহকারী প্রকৌশলী মো. মুমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন সাতবাড়ীয় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন বড়ুয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ চৌধুরী, ইউনিয়ন জামাতের আমীর শফিকুর রহমান, মো. সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম মেম্বার, মো. মহিউদ্দিন, শাহরিয়ার হোসেন ইমরান, মোরশেদুল আলম, মো. হামিদ প্রমুখ। বক্তারা বলেন, এই তারুণ্যের শক্তিরা লেখাপড়ার পাশাপাশি নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমাজ তথা রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। তরুণেরা লেখাপড়া শেষ করে চাকুরীর জন্য অপেক্ষা না করে নিজেরা নিজেদের উপর আত্মনির্ভরশীল হয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে। যার ফলে দেশে বেকারত্বের অভাব অনেকটা হ্রাস পাবে।