সাতকানিয়া উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ ঢেমশা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আগামীকাল ১৮ মার্চ মহান স্বাধীনতা উৎসব ও বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে মহান স্বাধীনতা বিষয়ে আলোচনা, পুরস্কার ও স্মৃতিবৃত্তি প্রদান এবং সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুল কমিটির সভাপতি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতা আবু সুফিয়ান। উক্ত স্বাধীনতা উৎসবে সকল শিক্ষক–স্কুল শিক্ষার্থীসহ অভিভাবকদের উপস্থিত থাকার জন্য প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।