সাতকানিয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন ঋণখেলাপি, হলফনামায় তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদানের কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ফলে এখন বৈধ প্রার্থী হলেন চেয়ারম্যান পদে ২ জন, কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন।
সাতকানিয়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসানের দেয়া তথ্য মতে, মনোনয়নপত্র বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ৩নং ওয়ার্ডের একেএম মোর্শেদ ও মো. মহিউদ্দিন, ৪নং ওয়ার্ডের মুহাম্মদ শামসুল হক ও মো. নুরুল হক, ৫নং ওয়ার্ডের মো. আকতার হোসেন ও মো. রফিক, ৬নং ওয়ার্ডে রাশেদুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডের হুমায়ুন কবির চৌধুরী।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, মনোনয়ন বাতিল হওয়া ৮ প্রার্থী চাইলে আপিল করতে পারবেন। তিনি আরো জানান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন দুজন। বাছাইয়ে দুই জনেরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন তারা আপিল করে প্রার্থিতা ফিরে পেলে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে। অন্যথায় ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে না। আর যদি একজন প্রার্থী তার প্রার্থিতা ফিরে পান এবং অন্যজন ফিরে না পান সেক্ষেত্রে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।