চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমানকে চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে দলীয় প্রার্থী করার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার সাতকানিয়ার কেরানীহাটে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিব, সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলম, বিএনপি নেতা আবুল হোসেন, তছলিম উদ্দিন, জামাল হোসেন, ফরিদুল আলম ফরিদ, গাজী মোঃ ফোরকান, জসিম উদ্দিন, শামসুল ইসলাম মেম্বার, আবদুর রহিম, মঞ্জুর আলম, জহির উদ্দিন, লিটন তালুকদার, ওমর আলী, নাছির উদ্দিন, শাহআলম, নুরুল কবির, মোঃ শফি, মোঃ মহসিন, মোঃ ইলিয়াছ, মোঃ ফিরোজ, মোঃ রাশেদ উদ্দিন, মোঃ নাঈম, শাহ এমরান, শাহজাহান, মোঃ সোলাইমান বাবুল, মোঃ শাহজাহান, আবু তৈয়ব, আবদুস সাত্তার, লিয়াকত আলী, শাওন ও মনজুর আলম।
গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান বলেন, আমি দীর্ঘ ৩৬ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। সাতকানিয়া–লোহাগাড়ার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম এবং বাকী জীবনও তাদের সাথে কাটাতে চাই।












